অনলাইন ভর্তি কার্যক্রম

অনলাইনে আপনারা কীভাবে প্রস্তুতি নেন? 

  • গত বছর থেকে শুরু হয়েছে নতুন কারিকুলামে ভর্তি পরীক্ষা।  আপনি পিছিয়ে আছেন, মোটেও সত্য না। আমাদের এই নতুন কারিকুলামে ভর্তির সবথেকে বড় প্রিপারেশন থাকবে ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই এর ওপর। এরপর চূড়ান্ত সিলেবাসে ১৫ টি মডেল টেস্ট। আমাদের এক্সক্লুসিভ মেন্টরশিপ প্রোগ্রাম আপনাকে দিবে আমাদের সাথে একদম রিয়্যাল টাইম যোগাযোগের সুবিধা।

সম্পূর্ণ কার্যক্রম ১২ টি ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট দ্বারা পরিচালিত।

  • যাদের মধ্যে রয়েছেন বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত প্রাক্তন ক্যাডেট এবং আরো বিভিন্ন প্রফেশনাল।

নতুন কারিকুলামে ভর্তি পরীক্ষা এখন অনেক কম সিলেবাসে।

  • কিন্তু, প্রতিটি বিষয়ে ইন-ডেপথ জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। মুখস্থ পড়াশুনায় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভবনা অনেকটাই অযৌক্তিক। 

সঠিক পাঠদানের ক্ষেত্রে নিন্মোক্ত পদক্ষেপগুলি আমরা গ্রহণ করছি:

  • মাত্র ২০ জন শিক্ষার্থীর জন্য আলাদা ব্যাচ
  • বিশ্বব্যাপী ব্যবহৃত উন্নত সফটওয়্যার এবং টিচিং মডিউল
  • সপ্তাহে ৬ দিন লাইভ ক্লাস
  • প্রতি সপ্তাহে ছাত্র/ছাত্রীর সাথে একটি প্রশ্নোত্তর পর্ব
  • প্রতিটি বিষয়ের জন্য ক্যাডেট এডমিশনে অভিজ্ঞ এক্স-ক্যাডেট  টীচার 
  • সাপ্তাহিক, মাসিক সিলেবাসে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়ন
  • চূড়ান্ত সিলেবাসে ১৫ টি মডেল টেস্ট
  • দুর্বল শিক্ষার্থীদের বাছাই করে আলাদা স্পেশাল ক্লাসের ব্যবস্থা

এক্সক্লুসিভ কেয়ার: 🟧  ক্লাস মেন্টর

  • ক্লাস মেন্টর হলেন একটি ব্যাচের একজন শিক্ষক, যিনি সকল অভিভাবক,  শিক্ষার্থীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে
  • ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর সাথে সম্পর্ক গড়ে তোলা এবং তাদের দুর্বলতা এবং স্ট্রেংথ খুঁজে বের করা
  • নিয়মিত পার্ফর্মেন্স ট্র‍্যাক করা এবং উন্নতির জন্য সাজেশন দেওয়া।

পাঠদানের উদ্দেশ্য:

  • শুদ্ধভাবে বাংলায় কথা বলা, নির্ভুল লেখা এবং ব্যাকরণের ভিত্তি গড়ে তোলা
  • গনিতের বাস্তব প্রয়োগ উপস্থাপন করে একদম বেসিক থেকে গণিতকে মজার একটি বিষয় হিসেবে গড়ে তোলা।
  • ইংরেজি শুদ্ধভাবে পড়তে, লিখতে, শুনে বুঝতে, এবং বলতে পারা এবং গ্রামারের নির্ভুল প্রোয়োগ বুঝিয়ে তোলা।
  • বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান, IQ কে একটি নিত্ত নৈমিত্তিক বিষয় হিসেবে জানার আগ্রহ গড়ে তোলা।
  • সর্বোপরি জীবনে ভালো মানুষ এবং নিজের সঠিক প্রতিভাকে বের করে তুলে এনে সেটিকে বিকশিত করাতে উদ্বুদ্ধ করা।
  • সকল প্রাক্তন ক্যাডেটদের সাথে পড়াশুনা করে ক্যাডেট কলেজ সম্পর্কিত সমস্ত জ্ঞান অর্জন করে নিজে থেকে পড়াশুনায় আগ্রহী করে তোলা। 

অনলাইনে পড়াশুনাকে আরো বেশি ইভেক্টিভ করতে আমাদের কিছু এক্সক্লুসিভ পদক্ষেপ: 

  • আবেদন, এডমিশন টেস্ট, ভাইভা, মেডিকেল ও ভর্তি সংক্রান্ত সকল প্রকার বিষয়ে সহযোগিতা। 
  • শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য নিয়মিত অভিজ্ঞ এবং বিভিন্ন প্রফেশনাল (আর্মি, নেভি, এয়ার ফোর্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ করছে এমন) এক্স ক্যাডেট দ্বারা মোটিভেশনাল ক্লাস। 

আমাদের ভর্তি প্রোগ্রামসমূহ সম্পর্কে জেনে নাও

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি প্রোগ্রাম

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি প্রোগ্রাম

12C's দেশের ১২ টি ক্যডেট কলেজের প্রাক্তন ক্যাডেট মেন্টর এবং প্রাক্তন ক্যাডেট...